বালুরঘাট পৌর এলাকায় “আমাদের পাড়া-আমাদের সমাধান”।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের় উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প। প্রত্যেক বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধানের উদ্দেশ্যে নতুন এই প্রকল্প। বাড়ির কাছে নিজেদের সমস্যার সমাধান মেলায় খুশি এলাকাবাসী।
“আমাদের পাড়া-আমাদের সমাধান” প্রকল্পে বালুরঘাট পৌর এলাকায় ২রা আগস্ট থেকে এখনও পর্যন্ত ১১ টি ক্যাম্প সমন্ন হয়েছে। এই ক্যাম্প গুলোতে প্রায় তিন হাজার মানুষ তাদের সমস্যার কথা এলাকার উন্নয়নের দাবি লিপিবদ্ধ করেছেন। যার মধ্যে রাস্তা, পানীয় জল, রাস্তার আলো, শহরের সৌন্দর্যায়ন, শহরের আবর্জনা পরিস্কার সহ বেশ কিছু সমস্যার কথা বলেছেন সাধারণ মানুষ।

পৌর প্রধান অশোক মিত্র জানান, আমাদের পাড়া আমাদের সমাধানে যে সমস্যা গুলি উঠে এসেছে আবেদনের ভিত্তিতে সেই কাজগুলি ৯০ দিনের মধ্যে শুরু করে দেওয়া হবে। তবে ছোট কিছু সমস্যা রয়েছে যা তাৎক্ষণিকভাবেই সমাধান করা সম্ভব। সেগুলো দু-একদিনের মধ্যেই আমরা সমাধান করব।

গত শুক্রবারে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কুড়ি নম্বর ওয়ার্ডের দেবনাথ পাড়া এলাকায় রাস্তায় জল জমা ও নিকাশি ব্যবস্থা বেহাল অভিযোগ পড়ে। একদিন পরে রবিবার পৌর প্রধান নিজে দাঁড়িয়ে থেকে নিকাশি ব্যবস্থার সুরাহা করে দেন। এতে এলাকায় জলও নেমে যায়।
এলাকাবাসী নিরঞ্জন দেবনাথ জানান, আমরা পরশু আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তার জলজমা নিয়ে অভিযোগ জানিয়েছিলাম। একদিনের মধ্যেই পৌরসভা পদক্ষেপ নিয়ে সমাধান করে দিল। এতে আমরা খুশি, ধন্যবাদ জানাই বালুরঘাট পৌরসভা কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *