বুনিয়াদপুর, নিজস্ব সংবাদদাতা :- সরকারি বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ। যার জেড়ে ছিটকে গেল অপর একটি পিকআপ ভ্যান। ঘটনায় দুই জনের মৃত্যু সহ গুরুতর জখম হয়েছে ৯ জন। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুঘর্টনাটি ঘটেছে বংশীহারী থানার জাম বাগান এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। মৃত ও আহতদের নাম পরিচয় উদ্ধারে নেমেছে। নাম জানতে না পারলেও পুলিশ জানতে পেরেছে সকলের বাড়ি মালদার মাধাইপুরে। পুলিশ দুঘর্টনা গ্রস্ত গাড়ি গুলি উদ্ধার করে তদন্তে নেমেছে।
জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় মালদার মাধাইপুরের ১১ জন বাসিন্দা একটি বোলেরোতে চেপে গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়ায় ফুটবল খেলা দেখতে আসছিল। অপর দিকে গঙ্গারামপুর থেকে যাত্রী বোঝাই একটি সরকারি বাস মালদায় যাচ্ছিল। সে সময় বংশীহারী থানার জাম বাগান এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুঘর্টার মাঝে পড়ে অপর একটি পিকআপ ভ্যান রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বোলেরো। নিয়ন্ত্রন হারিয়ে নয়ন জুলিতে পড়ে সরকারি বাস। এতে জখম হয় বোলেরোর ১১ জন যাত্রী। স্থানীয় মানুষজন ও বংশীহারী থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে এসে যুদ্ধকালীন অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় রসিদপুর গ্রামীন হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে জানিয়ে দেয়। দুই জনের অবস্থা সংকট জনক হওয়ায় তাদের মালদা মেডিকেল ও কলেজ হাসপাতালে স্থান্তারিত করা হয়। বাকি সাতকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে আহতরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনায় জাম বাগান এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বুনিয়াদপুরে বাস-বোলেরোর মুখোমুখি সংঘর্ষে ২ মৃত, গুরুতর জখম ৯।

Leave a Reply