বেলঘড়িয়া, নিজস্ব সংবাদদাতা :- বেলঘড়িয়ায় নন্দননগরের আক্রান্ত শিক্ষককে দেখতে এসে বেলঘড়িয়ায় পাড়ায় পাড়ায় পাহারা ও নৈশ প্রহরী চালুর আহ্বান জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বললেন, পুলিশের পাশে থেকে নিরাপত্তায় সক্রিয় হোক সাধারণ মানুষও।
বেলঘড়িয়ায় নৈশ প্রহরীর আহ্বান মদন মিত্রের, নজরদারিতে জোর।

Leave a Reply