নিজস্ব সংবাদদাতা, মালদা—- মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন। ‘আপনার এক ফোটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন’ এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ১০ টা থেকে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বাণিজ্য ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শতাধিক ব্যবসায়ী এদিন রক্ত দান করেন।
মালদা জেলায় রক্ত সংকট কাটাতে সংগঠনের পক্ষ থেকে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্ত দান করেন। উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর সুজিত সাহা, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক,সহ-সভাপতি কমলেশ বিহানি, অসিত কুমার সাহা, যুগ্ম সম্পাদক উজ্জল সরকার, হিমাদ্রি রায়, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা।
মালদা মার্চেন্টস চেম্বারের উদ্যোগে মেগা রক্তদান শিবির, শতাধিক ব্যবসায়ীর অংশগ্রহণ।

Leave a Reply