পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার সিড়কিসমাত গ্রামের বাসিন্দা চাকরি হারা সুবল সরেনের মৃত্যু হয়, পরিবারের দাবি চাকরি হারার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সুবল, রবিবার মৃত চাকরি হারা সুবল সরেনের পরিবারের সাথে দেখা করলেন ISF এর নেতাকর্মীরা, এই দিন ISF এর নেতা তথা অধ্যাপক বাপি সরেন সহ অন্যান্য কর্মীরা মৃত সুবল সরেনের পরিবারকে সমবেদনা জানান, পাশাপাশি আর্থিক সাহায্য দেওয়া হয় বলে জানা গিয়েছে, ISF নেতা বাপি সরেন জানিয়েছেন তার পরিবার আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এই পরিস্থিতিতে সরকার যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে পরিবার উপকৃত হয়, পাশাপাশি পরিবারের তরফে জানানো হয়েছে একমাত্র সংসারের হাল ধরার মূল কাঠামো ছিল সুবল, তার মৃত্যুর পর সংসার অভাব অনটনের মধ্য দিয়ে চলছে, এই পরিস্থিতিতে তার পরিবারের একজনকে যদি সরকারি চাকরি দেওয়া হয় তাহলে পরিবার উপকৃত হবে।
মোহনপুরের সিড়কিসমাত চাকরি-হারা মৃত সুবল সরেনের পরিবারকে সমবেদনা জানালো ISF এর কর্মীরা ।

Leave a Reply