দুর্ঘটনার কবলে দাসপুরের কলমিজোড়ে এক স্কুল ছাত্র ।

পশ্চিম মেদিনীপুর- দাসপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি ঘটেছে দাসপুর থানার কলমিজোড়ে মান্না পাড়া এলাকায়। একটি ছোট ক্যালভাট রয়েছে তারই পাশে ঠিক দশটা নাগাদ ব্রাহ্মণবাচন উচ্চ বিদ্যালয়ের ছাত্র – রুপম মন্ডল বাড়ি চককৃষ্ণবাটি, সপ্তম শ্রেণীতে পাঠ রত, রূপম ওই সময় স্কুলে যাচ্ছিল,আর ঠিক ওই মুহূর্তেই টনচিপ বোঝাই গাড়ি পাস হচ্ছিল, সেই সময় গাড়ির ভিতরে সাইকেল সহ ঢুকে যায়, এবং সাইকেল সম্পূর্ণভাবে ভেঙে যায়। স্থানীয়রা তড়িঘড়ি করে ও ছাত্রকে গাড়ির ভিতর থেকে বের করে নেই ,সামান্য চোট পায়, তবে ভাগ্য জোরে প্রাণে বেঁচে গিয়েছে ।স্থানীয়রা চিপস বোঝাই লরিটিকে আটকে রাখে, ঘটনাস্থলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার সাথে সাথে দাসপুর থানা পুলিশ হাজির হয় এবং সামাল দেয় স্থানীয়ভাবে জানা যায় ঠিক ২ বছর আগেই একই ঘটনায় এক মেয়ের প্রাণ গিয়েছিল এরকম ভাবে ।বারে বারেই এই ঘটনা ঘটে ,তাই আজ স্থানীয়রা চরম গন্ডগোলের সৃষ্টি করে। স্থানীয় কাছ থেকে জানা যায় টনচিপস বোঝাই গাড়িটি সোনামুই এলাকার এক ব্যবসায়ীর ।
তাই বর্তমানে ওই এলাকা সম্পূর্ণ রূপে স্বাভাবিক রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *