দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৬শে আগস্ট মঙ্গলবার বালুরঘাটের ঐতিহ্যবাহী নাট্য সংস্থা “ত্রিতীর্থ” – এর ৫৬ তম বর্ষ পূর্তি হলো। সেই উপলক্ষ্যে আজ সকালে “ত্রিতীর্থ” – গোবিন্দ অঙ্গনের সামনে “ত্রিতীর্থ” – এর সকল সদস্যের উপস্থিতিতে উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৬তম বর্ষ পূর্তি উৎসবের শুভ সূচনা হলো, পতাকা উত্তোলনের পাশাপশি “ত্রিতীর্থ” – এর প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণ করা হয়। আজ সন্ধ্যায় “ত্রিতীর্থ” – গোবিন্দ অঙ্গনে একটি সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাটকও মঞ্চস্থ হবে এমনটাই জানালেন “ত্রিতীর্থ” – নাট্য সংস্থার সম্পাদক দুর্গা শংকর সাহা।
বালুরঘাটের ঐতিহ্যবাহী নাট্য সংস্থা “ত্রিতীর্থ” – এর ৫৬ তম বর্ষ পূর্তি হলো।

Leave a Reply