নিজস্ব সংবাদদাতা, মালদা—–মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই ইন্টার্ণ চিকিৎসকের গন্ডগোলের ঘটনায় আসরে নামল বিজেপি। এক মহিলা ইন্টার্ণকে নিগ্রহ করার অভিযোগ তুলে ঘটনায় জড়িত ইন্টার্ণদের শাস্তির দাবীতে সোমবার বিক্ষোভ দেখাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নিকট। এদিন বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ, বিশ্বজিৎ রায়, বিজেপি যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটি সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা মিলে স্লোগান দিতে দিতে মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সহকারি অধ্যক্ষের ঘরে যান। মহিলা ইন্টার্ণকে নিগ্রহের অভিযোগ তুলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নিকট তাদের ক্ষোভ-বিক্ষোভের কথা জানান। সেই সঙ্গে মহিলা ইন্টার্ণ চিকিৎসককে নিগ্রহের ঘটনায় জড়িত ইন্টার্ণদের বিরুদ্ধে পুলিশে এফআইআর করা সহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। না হলে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব।যদিও এই ঘটনায় ইন্টার্ণ চিকিৎসকদের একাংশ দাবী করেন, বিজেপি গোটা ঘটনায় হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতির খেলা খেলতে চাইছে। যা তারা প্রতিহত করবেন। এবং ইন্টার্ণ নিগ্রহের ঘটনায় যে বা যারাই জড়িত থাকুন তাদের বিরুদ্ধে তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছেন। এদিকে বিজেপির আন্দোলন প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, বিজেপি নেতৃত্ব যেভাবে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তা উচিত হয়নি। যে ঘটনা ঘটেছে তার তার জন্য প্রশাসন আছে। হাসপাতাল কর্তৃপক্ষ আছেন তারা ব্যবস্থা গ্রহণ করবেন।
মালদা মেডিক্যালে ইন্টার্ণ নিগ্রহের অভিযোগে আসরে বিজেপি, শাস্তির দাবিতে বিক্ষোভ।

Leave a Reply