দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জুয়ায় সর্বশান্ত হয়ে গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেবার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে গঙ্গারামপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রেহেনা বিবি (৩১)। বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাটে পাঠায়। পাশাপাশি মৃত্যুর রহস্য কারণ জানতে তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার রতিনাথপুর গ্রামের বাসিন্দা নুর আলম। প্রায় ১২ বছর আগে নুর আলমের সঙ্গে তপন থানার ভিখাহারের রেহেনা বিবির সঙ্গে বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকে রেহেনাকে মানষিক ও শারিরীক নির্যাতন করত স্বামী সহ শ্বশুড় বাড়ির লোকজন। জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিল নুর। এনিয়ে বেশ কয়েক বার মৃতের বাবার বাড়ি ও শ্বশুড় বাড়ির লোকজনের সালিশী সভা হয়েছে। ফের দুই দিন আগে জুয়া খেলার জন্য স্ত্রীর স্বর্নাংকার বিক্রি করে দেয়। জুয়ায় সর্বশান্ত হলে পারিবারিক অশান্তি হয়। অভিযোগ বুধবার সন্ধ্যায় স্বামী সহ শ্বশুড় বাড়ির লোকজন গৃহবধূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এমনকি বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। গৃহবধূর মৃত্যুর পরেও বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়নি বলেও অভিযোগ। বুধবার রাতে মৃতের বাবার বাড়ির লোকজন খবর পেয়ে গঙ্গারামপুরে ছুটে আসেন। বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। কিভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে। তার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন থানা চত্বরে দাড়িয়ে খুনের অভিযোগ তুলে মৃত গৃহবধূর এক আত্মীয় অভিযোগ করে বলেন,গলা টিপে মারা পর ফাঁসি টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই।
জুয়ার নেশায় সর্বনাশ: গঙ্গারামপুরে গৃহবধূ খুনের অভিযোগ স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

Leave a Reply