নিজস্ব সংবাদদাতা, মালদা—*ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু মালদার একই গ্রামের এক স্কুল ছাত্র সহ দুই তরতাজা যুবকের। ঘটনায় গভীর শোকের ছায়া পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের মাধাইপুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহতদের নাম যথাক্রমে ১২ বছরের স্কুল ছাত্র আসিক সেখ। বাবার নাম কামাল সেখ এবং মায়ের নাম রোজিনা বিবি। সে ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। এছাড়াও দুর্ঘটনায় নিহত বাকি দুই যুবকের মধ্যে একজনের নাম এজাজুল সেখ। বয়স ৩৪ বছর এবং অপরজনের নাম আমির সোহেল। বয়স ৩১ বছর। দুজনেই বিবাহিত। দুজনেরই পরিবারের স্ত্রী সহ এক নাবালক ছেলে এবং এক নাবালক মেয়ে রয়েছে। জানা গেছে, রবিবার বিকালের দিকে তারা পুরাতন মালদার মাধাইপুর এলাকা থেকে একটি বোলেরো গাড়িতে চেপে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ঠেঙ্গাপাড়ায় ফুটবল খেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু গঙ্গারামপুর পৌঁছানোর আগে সন্ধ্যার দিকে তারা বুনিয়াদপুরের রশিদপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। এক সরকারি বাসের সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বোলেরো গাড়িতে থাকা ১০ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং বাকি ৭জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে বর্তমানে দুজন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন এবং বাকিরা অন্যান্য সহ বিভিন্ন হাসপাতালে ভরতি রয়েছে। এই দুর্ঘটনায় যে তিনজনের মৃত্যু হয়েছে তারা সকলেই পুরাতন মালদার মাধাইপুর গ্রামের বাসীন্দা। স্বভাবতই তিন-তিনটি মৃত্যুর ঘটনায় সোমবার গভীর শোকের ছায়া নেমে আসে মাধাইপুর গ্রামে।
ফুটবল খেলা দেখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মালদার এক স্কুল ছাত্রসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু।

Leave a Reply