বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সরকারি শুভায়ন হোম থেকে তিনজন কিশোর আবাসিক পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রবিবার গভীর রাতে ১৫-১৬ বছর বয়সী ওই তিন আবাসিক হোম থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে দু’জনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় এবং একজনের বাড়ি মালদা জেলায় বলে জানা গেছে। ঘটনার তদন্তে সোমবার সকালে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী হোমে পৌঁছে অনুসন্ধান শুরু করে। এদিকে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক হরিশ রশিদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত কিশোরদের খুঁজে বের করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন ও পুলিশের তৎপরতায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
বালুরঘাটের সরকারি হোম থেকে তিন কিশোরের পলায়ন, চাঞ্চল্য।

Leave a Reply