
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- করম পূজা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে সরকারি ক্যালেন্ডারে ছুটির দিন হিসাবে লিপিবদ্ধ করা এবং প্রতিটি করম পূজো কমিটিকে ৫০ হাজার টাকা করে সরকারি অনুদানের দাবিতে বালুরঘাটে মিছিল ও সভা আদিবাসী সম্প্রদায়ের। রাজি পাড়হা সরনা প্রার্থনা সভা ভারত নামক আদিবাসীদের একটি সংগঠনের পক্ষ থেকে এদিন বালুরঘাটে করম পূর্ব মহোৎসব উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একটি মিছিল করা হয়। মিছিল শেষে বালুরঘাট রবীন্দ্রভবনে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের করম পূজো কমিটির সভা সভা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি করম পূজো কমিটিগুলোর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।
রাজি পাড়হা সরনা প্রার্থনা সভা ভারত এর রাজ্য সহ-সভাপতি সুনীল বাঘোয়ার জানান, রাজ্য সরকারি ক্যালেন্ডারে পরম পূজো কে ছুটির দিন হিসাবে নথিভুক্ত করা, রাজ্যের করম পূজো কমিটি গুলোকে ৫০ হাজার টাকা করে সরকারি অনুদান, আদিবাসীদের সরনা ধর্ম কোড লাগু করা সহ বিভিন্ন দাবিতে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসক কে স্মারকলিপি দেয়া হয়।












Leave a Reply