
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা:- সোমবার ফালাকাটা কলেজে গঠিত হল নতুন গভর্নিং বডি। দশজন প্রতিনিধিকে নিয়ে এই গভর্নিং বডি গঠিত হয়। সেই বডির সভাপতি হন ফালাকাটা হাইস্কুলের শিক্ষক রাজু মিশ্র। তিনি এদিন দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া উচ্চ শিক্ষ দপ্তরের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন প্রমোদনগর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সান্যাল ও ফালাকাটা শহরের বাসিন্দা প্রাক্তন ছাত্রী সুতপা ভট্টাচার্য। দশজনের মধ্যে দু’জন ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক নিতিশ রায় ও ইতিহাস বিভাগের অধ্যাপিকা অমৃতা মন্ডল। কলেজের শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান অধ্যাপক সুব্রত দেবনাথ,শিশির দাস ও অধ্যাপিকা সঞ্চিতা চক্রবর্তী। এছাড়া পরিচালন সমিতিতে আছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড:প্রদীপ কুমার অধিকারি ও অশিক্ষক কর্মী মনোরঞ্জন বিশ্বাস। এদিন কলেজের সেমিনার রুমে সবাইকে বরণ করে নেওয়া হয়। সেখানে কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড হীরেন্দ্রনাথ ভট্টাচার্য সহ সমাজসেবী শুভব্রত দে ও কলেজের অন্যান্য অধ্যাপক,অধ্যাপিকা,অশিক্ষককর্মী ও পড়ুয়ারা উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণ দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড:প্রদীপ কুমার অধিকারি। অন্যান্যরাও বক্তব্য রাখেন। সেখানে পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করেন। নৃত্যের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক নাটক বার্তা পরিবেশন করেন কলেজ পড়ুয়া তন্ময় শীল ও অঙ্কিতা দাস। শেষে নতুন কলেজ পরিচালন সমিতির সভাপতি রাজু মিশ্র জানান,সবাইকে নিয়ে কলেজের সার্বিক উন্নয়নে কাজ করব। এমনিতে ফালাকাটা কলেজ গোটা উত্তরবঙ্গের মধ্যে উল্লেখযোগ্য স্থানে আছে। আগামীতে কলেজের মান আরও বৃদ্বি করার চেষ্টা করব। পড়ুয়াদের উদ্দেশ্যে তাঁর বার্তা,তোমরা নিয়মিত কলেজে আসো। ক্লাস কর। অভিভাবকরাও যাতে সন্তানদের কলেজে পাঠান সেই আবেদন করেন রাজু মিশ্র।












Leave a Reply