
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ক্রমাগত মূল্য বৃদ্ধি কাঁচা সবজির! প্রতিবাদে রাস্তায় সবজি ঢেলে ও গলায় সবজির মালা পড়ে অভিনব প্রতিবাদ বিজেপির,শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ব্যস্ততম বাজার রাজাবাজারে দলীয় পতাকা,প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল বিজেপি নেতৃত্ব। প্রত্যেক বিজেপি কর্মীর গলায় সবজির মালা, বাজারে ঢোকার মুখে রাস্তার ওপরে ঢেলে রাখা হয়েছে কাঁচা আনাজ। বিজেপি নেতৃত্বের দাবি, ক্রমাগত মূল্যবৃদ্ধি হচ্ছে কাঁচা আনাজের। যার পেছনে রয়েছে ফড়ে রাজ, দালাল রাজ। কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না প্রশাসনের তরফে। আর এরই প্রতিবাদে রাস্তায় বিজেপি নেতৃত্ব। প্রায় ৩০ মিনিট ধরে রাজাবাজারে বিক্ষোভ প্রদর্শন করে তারা। কাঁচা আনাজ এর মূল্য বৃদ্ধি রুখতে অবিলম্বে প্রশাসন উদ্যোগী না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুসিয়ারি গেরুয়া শিবিরের।












Leave a Reply