গঙ্গারামপুর ভূমি দপ্তরে দালাল চক্রের বিরুদ্ধে তৃণমূলের পর বিজেপির বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র সহ একাধিক বিষয় নিয়ে আগেই সরব হয়েছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এবার শাসক দলের সুরেই সুর মিলিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের বিরোধী দল বিজেপি।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল গুলির অভিযোগের শেষ নেই। গত কয়েক দিন আগে দালাল চক্রের অভিযোগ তুলে সরব হয়েছিলেন প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার। এনিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোর পড়ে যায়। এবার একই অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি।
শুক্রবার বিজেপির নেতা কর্মীরা গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দেয়। ডেপুটেশনের আগে মিছিল বের করা হয়। মিছিলটি শহর পরিক্রমা করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে হাজির হয়। এরপর সেখানে পথসভা সহ বিক্ষোভ ফেটে পড়েন বিজেপির নেতা কর্মীরা। সেই সঙ্গে পাঁচ জনের এক প্রতিনিধির দল আধিকারিকের সঙ্গে দেখা করে দাবি পত্র গুলি তুলে দেন। ডেপুটেশনের দাবি গুলির মধ্যে ছিল জমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে হয়রানী বন্ধ করতে হবে। রেকর্ড,পরচা,দরখাস্ত বিষয়ে সরকারি নিয়ম না মেনে যথেস্থভাবে ফিস্‌ নেওয়া হচ্ছে। তাহা অবিলম্বে বন্ধ করতে হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র বন্ধ করতে হবে। সরকারি জমি অর্থাৎ ১ নম্বর খতিয়ানের জায়গা বিভিন্ন ভাবে দখল করে বিক্রি করা হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়,বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধূরি,বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধন,গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *