
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উন্নয়ন মূলক কাজ খতিয়ে দেখতে গঙ্গারামপুর রেল শ্টেশন পরিদর্শনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া। শ্টেশনের প্রবেশদ্বার গড়ে তোলার জায়গা চিহ্নিত করন করলেন।
দক্ষিণ দিনাজপুর জেলার রেল স্টেশন গুলির অন্যতম গঙ্গারামপুর রেল স্টেশন। গঙ্গারামপুর সহ তপন,কুমারগঞ্জ,বালুরঘাট ব্লকের আশপাশ এলাকার বহু মানুষ গঙ্গারামপুর শ্টেশন থেকে ট্রেনে চেপে দুর পাল্লায় পাড়ি দিয়ে থাকেন। কিন্তু গঙ্গারামপুর,তপন রুটের রাজ্য সড়ক থেকে শ্টেশন যাবার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে হয়েছিল। গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটি ও ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবিতে বেহাল রাস্তার কাজ চলছে। সেই সঙ্গে কাজ চলছে ফ্লাইওভার সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ। বৃহস্পতিবার দুপুর হতে রেল শ্টেশনে আসেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া। এরপর নব নির্মিত ফ্লাইওভার,রাস্তার কাজ ঘুরে দেখেন। পাশাপাশি শ্টেশনের প্রবেশদ্বার বসানোর জায়গা চিহ্নিত করেন। বেহাল হয়ে পড়া শৌচাগার সংস্কারের উদ্যোগ নেন তিনি। ডিআরএমের সঙ্গে ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়,গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির সম্পাদক অজয় দাস। তাঁরা ডিআরএমের সঙ্গে এক প্রস্তর বৈঠক সারেন।












Leave a Reply