
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- গণেশ চতুর্থী পালিত হচ্ছে সারা দেশে। রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন বাজার এর ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হচ্ছে মহা ধুমধামে গণেশ চতুর্থী।জংশন লাগোয়া নর্থ পয়েন্ট এলাকায় বিশাল বাজেটের মধ্যে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। উদ্যোক্তারা জানান, এবারের পূজো পাঁচ বছরে পদার্পণ করলো।রয়েছে উন্নত মন্ডপ সজ্জা, রয়েছে লাইটিং।এলাকার মহিলা ও বাচ্চাদের জন্য থাকবে খেলাধুলা। পাশাপাশি থাকবে আরতি।কমিটির আহ্বায়ক সাধন বিশ্বাস বলেন,পূজো চারদিন থাকবে,জংশন পুলিশ প্রশাসন সাহায্য করছেন নিয়মিত পুজো ও সন্ধ্যা আরতি করা হচ্ছে নিয়ম করেই পূজো ও ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে লাড্ডু ও অন্ন ভোগ।












Leave a Reply