
হুগলি, নিজস্ব সংবাদদাতা:- বাঁশবেড়িয়ার ইসলামপাড়া হল্ট রেল স্টেশনে মোট 22টি হাওড়া – কাটোয়া,ব্যান্ডেল-কাটোয়া,ব্যান্ডেল নবদ্বীপের,আপ এবং ডাউন লোকাল ট্রেন দাঁড়াবে।আর সেই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে সপ্তগ্রামের,বাঁশবেড়িয়ার বিশিষ্ট ব্যক্তিত্বেরা বাঁশবেড়িয়ার ইসলামপুর হল্ট রেল স্টেশনে ট্রেন দাঁড়ানোর আহ্বানে কয়েক হাজার লাডডু বিলি করলেন।












Leave a Reply