বালুরঘাটে আদিবাসী মহিলাদের নিয়ে গার্হস্থ হিংসা বিরোধী সচেতনতা শিবির।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং কালচারাল রিসার্চ ইনস্টিটিউট ( সিআরআই ) এর সহযোগিতায় আদিবাসী মহিলাদের সচেতনতা শিবির। শুক্রবার বালুরঘাট বালুছায়া প্রেক্ষাগৃহে কামারপাড়া এলাকার আদিবাসী মহিলাদের নিয়ে এই সচেতন অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডিএসপি ডিআইবি।

মূলত, আদিবাসী মহিলাদের উপর গার্হস্থ হিংসা ও নারী স্বস্তিকরন করন এর বিষয়ে এই সচেতনতা শিবির। বিভিন্ন সময় পারিবারিক জীবনে হিংসার শিকার হন এবং সরকারি যে প্রকল্প গুলো রয়েছে সে বিষয়ে তাদের সচেতন করতে দুদিন ব্যাপী সচেতনামূলক শিবির হচ্ছে। এদিন কামারপাড়া এলাকা থেকে আদিবাসী মহিলারা এসেছেন এবং সোমবার বংশীহাড়ি এলাকা থেকে আদিবাসী মহিলারা আসবেন। সেখানে আদিবাসী মহিলাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম যে প্রকল্প রয়েছে সে সম্বন্ধে সচেতন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *