
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকায়। জানা গেছে, এদিন রাত্রে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাফানগর এলাকায় আরাফাত মিয়া নামে এক ভারতীয় যুবককে গ্রেফতার করে BSF, ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৯৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও দুটি মোটর বাইক। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর। কুমারগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত যুবককে। ওই যুবকের বাড়ি কুমারগঞ্জ থানার সাফানগরের এলেনদ্রি এলাকায়। বয়স আনুমানিক ২০ বছর। কুমারগঞ্জ থানার পুলিশ সরকারি আইন মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে। সূত্র মারফত জানা যায় ওই ব্যক্তির বিরুদ্ধে NDPS অ্যাক্টের অধীন ২১(C),২২(C), ২৩(C), ২৭(A),২৯ ধারায় মামলা রুজ করা হয়েছে।












Leave a Reply