
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভূপালে ভূতাত্ত্বিক গবেষণায় মাস্টার ডিগ্রী অর্জন করল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের ৮ নম্বর সারোবর অঞ্চলের তথা গোয়ালতোড় থানার তালডাঙ্গা গ্রামের আদিবাসী ছাত্র এভেন মান্ডি,আর এই খবর ছড়িয়ে পড়তে খুশির হাওয়া জঙ্গলমহল জুড়ে, ইতিমধ্যেই তার হাতে শংসাপত্র তুলে দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান,জানা গিয়েছে ইভেন মান্ডির বাবা রামদাস মান্ডি পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনে গ্রুপ ডি কর্মচারী, তবে ছেলের সাফল্যে যথেষ্ট খুশি পরিবার।












Leave a Reply