পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দুর্লভগঞ্জের নতুনপাড়াতে বিবেকানন্দ পোর্টিং ক্লাবের উদ্যোগে গণেশ পূজোর আয়োজন করা হয়, জানা গিয়েছে এই বছর সপ্তম তম বর্ষে পদার্পণ করল এই গণেশ পূজো,এই বছরের বাজেট ধরা হয়েছে আনুমানিক দুই লক্ষ টাকা, পুজোর কটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচি,পুজো অর্চনার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনকে সম্বর্ধনা জানানো হয় ক্লাব সংগঠন ও পুজো কমিটির তরফ থেকে, এই দিন পুজো কমিটির সভাপতি হারাধন দে জানিয়েছেন যেভাবে নিষ্ঠার সাথে পুলিশ প্রশাসন সমাজের জন্য কাজ করে আসছে, তাই পুজো কমিটির তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন দ্বীপ কুমার মিদ্দা,সন্তু পাত্র,অন্তু দাস,গণেশ রুইদাস সহ অন্যান্য পুজ কমিটির সদস্যরা,তবে পুজো কমিটির এই উদ্যোগে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে স্থানীয় সমাজসেবীরা।
দুর্লভগঞ্জের নতুনপাড়াতে বিবেকানন্দ পোর্টিং ক্লাবের উদ্যোগে গণেশ পূজোর আয়োজন,পুলিশ প্রশাসনকে সম্বর্ধনা।

Leave a Reply