পুলিশ দিবসে কন্যাশ্রীর মিষ্টি শুভেচ্ছা।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আজ পুলিশ দিবসে বাঁকুড়ার সোনামুখী বি. জে. হাইস্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা নজির গড়ল এক অনন্য উদ্যোগে। নিজেদের সঞ্চিত কন্যাশ্রী টাকার কিছুটা ব্যয় করে তারা সোনামুখী থানায় গিয়ে সকল পুলিশ সদস্য ও সিভিক পুলিশদের মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানাল। শুধু তাই নয়, প্রতিটি পুলিশ কর্মী ও সিভিক পুলিশের হাতে তারা একটি করে কলমও উপহার দেয়।

ছাত্রীদের এই আচরণে খুশির আবহ তৈরি হয় থানার চত্বরজুড়ে। পুলিশকর্মীরা জানান, প্রতিদিন নানা রকম কাজের চাপে তারা অনেক সময়ই সাধারণ মানুষের এই স্নেহ ও ভালোবাসা থেকে দূরে সরে যান। কিন্তু কন্যাশ্রী প্রকল্পের এই ছাত্রীদের সহজ-সরল ভালোবাসা ও শ্রদ্ধা তাদের মন ছুঁয়ে গেছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয়েস গঙ্গোপাধ্যায় জানান, কন্যাশ্রীদের এই ধরনের উদ্যোগ সমাজের জন্য এক দৃষ্টান্ত। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিক সহায়তা নয়, জীবনের দায়িত্ববোধ ও কৃতজ্ঞতার শিক্ষা পাচ্ছে মেয়েরা। সমাজে পুলিশদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই উপলব্ধিই তারা নিজেদের ছোট্ট উপায়ে তুলে ধরেছে।

সোনামুখীর এই ছোট্ট প্রয়াস তাই পুলিশ দিবসকে শুধু আনুষ্ঠানিকতার গণ্ডিতে নয়, এক অন্য মাত্রা এনে দিল। শুভেচ্ছা, ভালোবাসা আর সম্মানের মেলবন্ধনে পুলিশ দিবসের আনন্দ ভাগ করে নিলেন ছাত্রীরা এবং সমাজ পেল এক ইতিবাচক বার্তা— কৃতজ্ঞতা প্রকাশের জন্য বড় আয়োজনের প্রয়োজন নেই, হৃদয়ের আন্তরিকতাই যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *