বালুরঘাট শহরে বামপন্থী দলসমূহের ডাকে শান্তির সপক্ষে সাম্রাজ্যবাদ বিরোধী মহামিছিল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- যুদ্ধ নয় শান্তি চাই ধ্বংস নয় সৃষ্টি চাই এই স্লোগানকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদের মদতে প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা বন্ধ করতে এবং শুল্কবৃদ্ধির অজুহাতে ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাদাগিরি বন্ধ করতে আজ ১লা সেপ্টেম্বর সোমবার বিকেলে সারা বিশ্ব ও সারাদেশের পাশাপাশি বালুরঘাট শহরেও বামপন্থী দলসমূহের ডাকে শান্তির সপক্ষে সাম্রাজ্যবাদ বিরোধী মহামিছিল অনুষ্ঠিত হলো। বালুরঘাটে সাড়ে তিন নম্বর মোড়ে সি পি আই (এম) – এর বালুরঘাট জোনাল কমিটি কার্যালয় বাচ্চা মুন্সী ভবন থেকে বামপন্থী দলসমূহের নেতা-নেত্রীদের উপস্থিতিতে আজকের মহামিছিলটি শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *