পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত জামিত্যা গ্রামে এক ব্যক্তিকে ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। বেশ কয়েক মাস ধরে এই গ্রামে প্রায় চুরি হতে থাকে সেই কারণবশত আরও সন্দেহ বাড়ে গ্রামবাসীদের ওই ব্যক্তির নাম জিজ্ঞাস করলে সে বলে তার নাম শেখ বাউদুল, বাড়ি তিন নম্বর কার্বনগর ভুবনেশ্বর।এবং ওই ব্যক্তির পষ্ট বাংলা বলাতে আরো সন্দেহ বাড়ে গ্রামবাসীদের। এরপর ওই ব্যক্তিকে ধরে রেখে তমলুক থানায় খবরদেয় গ্রামবাসীরা।তমলুক থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ ।
Leave a Reply