পশ্চিম বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির অধীনে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সিটি সেন্টার শাখার ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে ৫১ তম বর্ষের রক্তদান শিবির,মোট ৭০ জন রক্ত দান করেন। বিভিন্ন বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে সকলে সামাজিক দায়বদ্ধতা থেকে স্বতস্ফূর্ত ভাবে রক্তদান করেন।এই সোসাইটিতে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখার্জি, ওমেন্স কলেজের প্রিন্সিপাল মহানন্দা কাঞ্জিলাল,NSHM কলেজের প্রফেসর ডঃ দেব কুমার দাস,ইনহার উইলের অলকা, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ব্যানার্জি, হেল্থ ওয়াল্ডের সুমিত ব্যানার্জি,P.S.P পরিবারের সন্দীপ সিকদার সহ বিশিষ্ট সমাজসেবী সুব্রত কোনার, কনভেনর সৈকত চ্যাটার্জি এবং জয়েন্ট সেক্রেটারি অভিজিৎ পাল ও আনন্দ ঘোষ, গৌতম অধিকারী,ডঃ সুকুমার সিংহ,বিজয় চট্টরাজ, অভিজিৎ দাস প্রমুখ। এই রক্তদান শিবির নিয়ে অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন শহরের চিকিৎসা জগতে ছাপ রেখেছে এই সোসাইটি দন্ত চক্ষু , নিউরো
থেরাপি বিভিন্ন বিভাগে নামকরা চিকিৎসক রয়েছন,, দুর্গাপুর রেডক্রস সোসাইটি বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ব্যানার্জি, জয়েন্ট সেক্রেটারি আনন্দ ঘোষ, সুমিত ব্যানার্জি, সন্দীপ শিকদার সকলে মিলিতভাবে এই রক্তদান শিবিরের জন্য দুর্গাপুর রেডক্রসের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply