দ্বিতীয়বারের জন্য তপন ব্লক তৃণমূল কংগ্রেসের গঙ্গারামপুর সভাপতি সমীর রাহা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তপন ব্লক তৃণমূল কংগ্রেসের গঙ্গারামপুর বিধানসভার পুনরায় সভাপতি হলেন সমীর রাহা। পুনরায় সভাপতি হওয়ায় এদিন দলীয় কার্যালয়ে সমীর বাবুকে সংবর্ধনা জানালেন দলীয় কর্মী সমর্থকরা।
হাতে মাত্র কয়েকটা মাস বাকি। তারপর রাজ্যে বিধানসভা ভোট। তবে আগেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে ময়দানে নেমে পড়েছে শাসক ও বিরোধী শিবির। একে বারে বুথ স্তরে সংগঠনকে সাজিয়ে তুলতে এবং আরো শক্তিশালী করে প্রতিটি জেলার কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য জেলার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার কর্মকর্তাদের নিয়েও দিন কয়েক আগেই সভা করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। জেলার কর্মকর্তাদের নিয়ে সভা করার পরেই বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হল। তবে জেলার এক দুটি ব্লক বাদে অধিকাংশ ব্লকেই পুরোনো মুখের ভরসা রেখেছে তৃণমূল সুপ্রিমো। তপন ব্লক গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সমীর রাহা। পুনরায় সমীর বাবুর ওপরে ভরসা রেখেছে দল। তপন ব্লক তপন বিধানসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সুব্রত ধর। এবার তাকে বহাল রাখা হয়েছে। এবার দিয়ে সুব্রত বাবু টানা ছয় বার ব্লক সভাপতি হলেন। পুনরায় গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন শংকর সরকার।
দ্বিতীয় বারের জন্য সমীর রাহা তপন ব্লক তৃণমূল কংগ্রেস গঙ্গারামপুর বিধানসভার সভাপতি হওয়ায় এদিন তাকে সংবর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকরা। সেই সঙ্গে মিষ্টি মুখ করানো হয়। দ্বিতীয় বারের জন্য সমীর বাবু সভাপতির পদ পেতে তপনের বর্ষীয়ান তৃণমূল নেতা দিলীপ ঘোষ ও সুভাষ লাহার বাড়িতে গিয়ে আর্শিবাদ প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *