দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চারিদিকে যখন ধর্মীয় মেরুকরণের বাতাবরণ। মানুষের পরিচয় ঘটছে তার ধর্মের অবস্থান দেখে। ঠিক সেইখানে দাঁড়িয়েই এবছর দুর্গা পুজোয় অভিনব সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে চলেছে বালুরঘাটের নেতাজি স্মৃতি ক্লাব। মন্ডপ শিল্পী হিসেবে বরাত দেওয়া হয়েছে নদীয়ার আশরাফ আলী শেখকে। যিনি তার ১৫ জন কর্মচারীদের দিয়ে বালুরঘাটে গড়ে তুলছেন দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ। হিন্দুদের সঙ্গে মুসলিম কর্মীরাও কাঁধে কাঁধ মিলিয়ে জোরকদমে মন্ডপ তৈরি করে চলেছেন। এমন কর্মকাণ্ডের মাধ্যমে পুজো উদ্যোক্তারা ‘ধর্ম যার যার, উৎসব সবার’ বার্তা ছড়িয়ে দিতে চাইছেন বলে জানিয়েছেন। স্থানীয়দের সঙ্গেও মিলেমিশে গিয়ে আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে আশরাফের বলে মত ক্লাব কর্তৃপক্ষের।
রাজ্য থেকে দেশে ধর্ম নিয়ে কচকচানি দেখছে সকলেই। ঠিক এমন প্রেক্ষাপটেই এবছর অভিনব বার্তা দিতে উদ্যোগী হয়েছে বালুরঘাটের ক্লাবটি। দুর্গোৎসবের আয়োজনকে সামনে রেখে তারা বেছে নিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির পথ। এবছর আশরাফ আলী শেখের হাতে পুজো মণ্ডপ গড়ে উঠছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে। বাঁশ, কাঠ,কাপড়, রঙ সব উপাদান মিলিয়ে জোরকদমে তৈরি হচ্ছে মণ্ডপ। আশরাফ আলি পেশায় বহু বছরের অভিজ্ঞ শিল্পী।বিভিন্ন জায়গায় দুর্গোৎসবের মণ্ডপ তৈরি করেছেন তিনি। তবে বালুরঘাটে এসে মানুষের উষ্ণতা তাঁকে বিশেষভাবে আপ্লুত করেছে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, আশরাফ ও তাঁর দলের নিষ্ঠা দেখে তারা অভিভূত। প্রত্যাশা, মণ্ডপের সাজসজ্জা এবছর দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
Leave a Reply