বকেয়া ভাতা প্রদানের দাবিতে স্মারকলিপি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বকেয়া ভাতা প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সদস্যরা। বুধবার বালুরঘাটে এই সমিতির পক্ষ থেকে জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গায়েনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকেরা তাঁদের অবসরকালীন ভাতা সহ বেতন নিয়ে সমস্যায় ভুগছেন। সমিতির অভিযোগ, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকদের পেনশন দেওয়া হচ্ছে না। এর ফলে জীবিকা চালাতে তাঁদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এই প্রসঙ্গে সমিতির নেতৃবৃন্দ জানান, তাঁদের অবসরকালীন ভাতা প্রদান সহ পেনশন এবং শিক্ষকদের মত সমাহারে বেতন সহ এই সমস্ত সমস্যাগুলি দ্রুত সমাধান করতে হবে। না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা।পাশাপাশি, বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেওয়ারও দাবি তোলা হয়েছে স্মারকলিপিতে।
জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন এই পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া সহ অবসর প্রাপ্ত পার্শ্ব শিক্ষকদের পেনশনসহ একাধিক বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *