বিশ্বকর্মা পূজো ঘিরে কুমোরটুলিতে ব্যস্ততার ঝলক, তবে দাম কমায় মন খারাপ শিল্পীদের।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : – মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার পরে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো ঘিরে গঙ্গারামপুরের চালকল,ইটভাটা, বাস মালিক সহ বড় বড় কলকারখানা গুলিতে ব্যবস্তা বাড়ছে। পাশাপাশি গঙ্গারামপুরের কুমোরটুলিতে এখন কর্মচাঞ্চল্যে ভরপুর। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মৃৎশিল্পীরা নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি করে চলেছেন। গঙ্গারামপুরের প্রায় ৩ ফুট একটি বিশ্বকর্মা প্রতিমা মাত্র ৯০০ টাকা দাম রেখেছেন মৃৎশিল্পীরা। খরচের তুললেন যথেষ্ট কম বলে দাবি। স্বাভাবিক ভাবে ব্যস্ততার মধ্যেও শিল্পীদের মনে খুশির চেয়ে দুঃখের ছায়া বেশি। তাঁদের অভিযোগ, এবছর বাজারে প্রতিমা ও সাজসজ্জার সামগ্রীর দাম তুলনায় অনেকটাই কম। খরচের সঙ্গে তুলনা করলে লাভ প্রায় নেই বললেই চলে।
এ প্রসঙ্গে প্রতিমা শিল্পী সুকুমার পাল বলেন “আমরা দিনরাত খেটে প্রতিমা তৈরি করছি।কিন্তু দামের কারণে সংসার চালানোই দুঃসাধ্য হয়ে উঠছে।”
তবুও বছরের এই সময়টাকেই ভরসা করে থাকেন তাঁরা। স্থানীয়রা জানান, বিশ্বকর্মা পূজো ঘিরে শহরের বাজারে যেমন সরগরম অবস্থা দেখা যাচ্ছে, তেমনি শিল্পীরাও আশা করছেন শেষ মুহূর্তের বিক্রি কিছুটা হলেও তাঁদের মুখে হাসি ফুটাবে।
একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে অর্থনৈতিক চাপে শিল্পীদের দুশ্চিন্তা—এই দুইয়ের টানাপোড়েনের মধ্য দিয়েই এগোচ্ছে গঙ্গারামপুরের কুমোরটুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *