নিজস্ব সংবাদদাতা, মালদা,ডিজিটাল পরিচয় পত্র প্রাথমিক পড়ুয়াদের। স্কুল পৌঁছালে জানতে পারবেন অভিবাবকেরা। মোবাইলে মেসেজ বলে দিবে স্কুল পৌঁছেছে আপনার শিশু। এমনকি পঠন-পাঠন থেকে স্কুল সংক্রান্ত বিভিন্ন তথ্য মিলবে খুব সহজেই। পঠন-পাঠন পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে মালদা শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাইমারি স্কুলে উত্তরবঙ্গে প্রথম চালু হল ডিজিটাল পরিচয় পত্র। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ডিজিটাল পরিচয় পত্রের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা স্কুল পরিদর্শক ( প্রাথমিক) মলয় মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর রায় সহ অন্যান্যরা। মালদা শহরের ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় ৬৫০। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন হয় এই প্রাথমিক স্কুলে। উত্তরবঙ্গের প্রথম এই স্কুল কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে এমন পরিকল্পনা নিয়েছে। বিশেষ অ্যাপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সহ অন্যান্য বিষয়ের উপর নজরদারি চালানো হবে। ছাত্র-ছাত্রীদের বিশেষ ডিজিটাল পরিচয় পত্র প্রদান করা হচ্ছে। স্কুলে পৌঁছালে ডিজিটাল পরিচয় পত্রের মাধ্যমে অভিভাবকদের কাছে মেসেজ পৌঁছে যাবে তার শিশু স্কুলে এসেছে। এমনকি স্কুল থেকে ছুটির পর স্কুলের বাইরে গেলেই অভিভাবকের কাছে মেসেজ যাবে। এছাড়াও পড়াশোনার বিভিন্ন বিষয় নানান তথ্য পেয়ে যাবে অভিভাবকেরা। এতে করে পঠন পাঠানে অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ।
মালদায় উত্তরবঙ্গের প্রথম ডিজিটাল পরিচয় পত্র চালু প্রাইমারি স্কুলে।

Leave a Reply