সুরহর গ্রামে “অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান-এর জন্মস্থান” শিলালিপি স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ বিকেল তিনটায় বালুরঘাট সার্কিট হাউসে পশ্চিমবঙ্গ সরকারের ভোক্তা বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী-ইন-চার্জ শ্রী বিপ্লব মিত্র মহাশয়ের হাতে এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি প্রদান করেন ইতিহাস অনুসন্ধান পরিষদ-এর প্রতিনিধিদল। মাননীয় মন্ত্রী মহাশয় স্মারকলিপি গ্রহণকালে আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেবেন বলেও প্রতিশ্রুতি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং ঐতিহাসিক গবেষণায় প্রমাণিত হয়েছে—বাংলার তথা দক্ষিণ দিনাজপুরের গৌরব, বিশ্ববিখ্যাত বৌদ্ধ নেতা ও শিক্ষক অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ৯৮২ খ্রিস্টাব্দে হরিরামপুর ব্লকের সুরহর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। স্থানীয় জনগণ ও ইতিহাস অনুসন্ধান পরিষদের দাবি, সেখানে একটি শিলালিপি স্থাপন করা হোক, যাতে উৎকীর্ণ থাকবে—“অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান-এর জন্মস্থান”। বরেণ্য ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকার তাঁর গবেষণায় দেখিয়েছেন যে হরিরামপুর তথা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদার বিস্তীর্ণ অঞ্চল একদা পাল রাজা গোপালের রাজত্বাধীন ছিল এবং সেই বংশের সন্তানই ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। অল ইন্ডিয়া বেঙ্গলি বৌদ্ধ ফেডারেশন-এর পর্যবেক্ষণেও নিশ্চিত করা হয়েছে যে সুরহর গ্রামই এই মহান আচার্যের জন্মভূমি। মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে স্মারকলিপিটি প্রদান করেন অধ্যাপক হিমাংশু কুমার সরকার – সভাপতি, ইতিহাস অনুসন্ধান পরিষদ, ড. নবকুমার দাস – সম্পাদক, ইতিহাস অনুসন্ধান পরিষদ, মাননীয় হরিপদ সাহা – সদস্য, ইতিহাস অনুসন্ধান পরিষদ, সূরজ দাশ – সহ-সম্পাদক, ইতিহাস অনুসন্ধান পরিষদ সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। অধ্যাপক হিমাংশু কুমার সরকার বলেন অতি দ্রুততার সাথে সুরহর গ্রামে শিলালিপি স্থাপন হওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *