পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা অঞ্চলের বাগাখুলিয়া গ্রামে হাতির হানায় ভেঙে গিয়েছে অঙ্গনওয়ারী কেন্দ্রের জানালা ও দরজা,যার ফলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু এই বিষয় নিয়ে বহুবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও মেলেনি কোন সুরাহা, অবশেষে স্থানীয় আদিবাসী ক্লাবের দারস্ত হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা, বুধবার বাগাখুলিয়া আদিবাসী সাঁওতা সুষৌর ক্লাবের পক্ষ থেকে BDO কে স্মারকলিপি প্রদান করা হয়, এই সম্বন্ধে ক্লাবের সম্পাদক সিবুলাল মুরমু জানিয়েছেন BDO ছাড়াও জেলা ICDS দফতরের District Programme Officer (DPO), পশ্চিম মেদিনীপুর এবং রাজ্যের State ICDS Directorate-এর কাছেও চিঠি পাঠানো হয়েছে। খুব দ্রুতই মেরামতের কাজ সম্পন্ন হবে বলে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
হাতির হানায় ভেঙে গিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জানালা-দরজা,মেরামত না হওয়ায় BDO কে স্মারকলিপি প্রদান আদিবাসী ক্লাবের।

Leave a Reply