বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ দিনাজপুর জেলার আখিরা গোপালবাটি এলাকার সঞ্জয় সরকারের ছেলে প্রিয়াংশু সরকার গত ২৩ জুলাই বুধবার সন্ধ্যা ছ’টার সময় বাড়ি থেকে হারিয়ে যায়। দীর্ঘদিন কেটে গেলেও তার কোন খোঁজ মেলেনি।
পরিবারের পক্ষ থেকে প্রিয়াংশুর নিখোঁজ হওয়ার পরপরই পতিরাম থানায় একটি ডায়েরি করা হয়েছিল। কিন্তু পরিবারের অভিযোগ, স্থানীয় থানার পক্ষ থেকে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি।
অবশেষে বৃহস্পতিবার প্রিয়াংশুর পরিবারের সদস্যরা বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তালের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। পরিবার আশা করছে, শীর্ষ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তাদের সন্তানের সন্ধান মিলবে।
Leave a Reply