নিজস্ব সংবাদদাতা, মালদা:-মানিকচকের এনায়েতপুর খুনের কিনারা করলো মালদা জেলা পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল এক মহিলা সহ দুজনকে।অবৈধ সম্পর্কের জেরে খুনের ঘটনা ঘটেছে বলে জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার সম্ভব জৈন। উল্লেখ্য, গত ৯ তারিখ মানিকচকের এনায়েতপুর কবরস্থান মোড় সংলগ্ন আমবাগানের ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষত-বিক্ষত, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় খুনের অনুমান করেন স্থানীয়রা। সেই মতো পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে জানতে পারে মৃতের নাম সরফরাজ মোমিন। তার বাড়ি মানিকচকের কামালতিপুর এলাকায়। তিনি আগের দিন রাতে অর্থাৎ গত ৮ তারিখ তার দোকান থেকে নিখোঁজ হয়ে যান। পরদিন অর্থাৎ ৯ তারিখ এনায়েতপুরে আমবাগানের মধ্যে তার ক্ষত-বিক্ষত, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে সুলতানা খাতুন নামে এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই সুলতানা খাতুন সরফরাজ মোমিনকে খুনের পরিকল্পনা করে এবং পরিকল্পনা মতো নুর কালাম নামে তার এক বয়ফ্রেন্ড এবং দুই ভাড়াটে খুনের সাহায্যে সরফরাজ মোমিনকে রাতের অন্ধকারে ফাঁকা আমবাগানে ডেকে কুপিয়ে খুন করে। এই খুনের ঘটনায় পুলিশ খুনের মাস্টার মাইন্ড সুলতানা খাতুন এবং কাজল রবিদাস নামে এক ভাড়াটে খুনীকে গ্রেপ্তার করে। যদিও নূর কালাম্ সহ অপর এক ভাড়াটে খুনী এখনও অধরা রয়েছে। তাদের ধরতে জারি রয়েছে পুলিশি তদন্ত।
এনায়েতপুর খুনের কিনারা, গ্রেপ্তার খুনের মাস্টারমাইন্ড সুলতানা খাতুন ও সহযোগী।

Leave a Reply