দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পারিবারিক জমি সংক্রান্ত বিবাদে রক্তাক্ত ভূমি সংস্কার দপ্তর চত্বর। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে।
গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর গ্রামের বাসিন্দা একলাম মিঁয়া ও অসীম সরকার। একে অপরের আত্মীয়। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুই পক্ষই গঙ্গারামপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানাতে হাজির হয়। এতে একে অপরের মুখোমুখি হলে প্রথমে বচসা শুরু হয়। এরপর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। ঘটনায় ব্যাপক বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ।ঘটনায় আহত হয়েছে একলাম মিঁয়া ও হাফিজুর মিয়াঁ। স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
Leave a Reply