চাঁচল কলেজে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর প্রতিবাদে পাকুয়াহাটে বিজেপির বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —- মালদহের চাঁচল কলেজে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে। মালদার বামনগোলা ব্লকে পাকুয়াহাট এলাকায় বিজেপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বুধবার রাত্রি হয়ে গেল বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি বুধবার রাতে বিজেপির কর্মীরা বিজেপির পতাকা হাতে একটি র‍্যালি করে গোটা এলাকা পরিক্রমা করে পাকুয়াহাট রবীন্দ্র মোড়ে উপস্থিত হয়।সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে মোমবাতি জানানো পরে অবস্থান প্রতিবাদ বিক্ষোভ করে বিজেপির কর্মীরা।বিজেপির তরফ থেকে বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের তথা টিএমসিপি বিরুদ্ধে একরাশ খুব উপড়ে দেন,যেভাবে বাংলার গর্বকে পোড়ানো হচ্ছে যে জিহাদীরা এ কাজ করেছে তাদের সকলের শাস্তি দাবি জানাই প্রশাসনের তরফ থেকে দেখানো হচ্ছে একজনকে গ্রেফতার করা হয়েছে।সেখানে তো আরো বেশ কিছু জন ছিলো।তাদেরও শাস্তির দাবী তুলেছেন বিজেপির জেলা সহ-সভাপতি বিনা সরকার কীর্তনীয়া সহ বিজেপির কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *