দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের খাসপুর এলাকার বাসিন্দা সীমন্ত পাহান (২৮) নামে এক যুবকের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। জানা গেছে, রবিবার তিনি ফুলঘরা এলাকায় বালি তুলতে গিয়েছিলেন ট্রাক্টার নিয়ে। ট্রাক্টার স্টার্ট দেওয়ার সময় সেটি উল্টে যায় এবং তার তলায় চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাকে উদ্ধার করে খাসপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার দুপুর একটা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। হঠাৎ এই অকাল মৃত্যুতে খাসপুর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ট্রাক্টর দুর্ঘটনায় যুবকের মৃত্যু, খাসপুরে শোকের ছায়া।।

Leave a Reply