দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ তপন বড়কইল অঞ্চলেরসমবায় সমিতির ছিল নির্বাচন। সেই নির্বাচনে বিজেপি তৃণমূল দীর্ঘ লড়ায় এর পর যেতে বিজেপি। সমবায় নির্বাচনে ছয়জনে মধ্যে চারজন বিজেপি সমর্থক লাভ করে এই নিয়ে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে বিজেপি সমর্থকদের মধ্যে।
তপন বড়কইল সমবায় নির্বাচনে বাজিমাত বিজেপির – ছয়জনের মধ্যে চারজনের জয়।

Leave a Reply