বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে আজ থেকে শুরু হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে জেলার ২৬ টি দল অংশগ্রহণ করেছে। সাত দিনব্যাপী এই নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১৭ সেপ্টেম্বর। স্বামী বিবেকানন্দের নাম নরেন্দ্রনাথ দত্ত অনুসারে এই ফুটবল টুর্নামেন্টের নামকরণ করা হলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ ই সেপ্টেম্বর নরেন্দ্র কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট সমিতির পরিচালনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্ট মূলত দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ বিজেপির বিভিন্ন কার্যকর্তাগণ।
বালুরঘাটে শুরু নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, অংশ নিল ২৬টি দল।

Leave a Reply