পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ১১ই সেপ্টেম্বরঃ আরবান হেল্থ এন্ড ওয়েলনেস সেন্টার তথা নগর সুস্বাস্থ্য কেন্দ্রে শিশু ও প্রসূতি মায়েদের টীকাকরণ কর্মসূচির সূচনা করা হয়। পূর্ব বর্ধমান জেলা মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মাঠপাড়ায় এই নগর স্বাস্থ্য কেন্দ্রে সিএমওএইচ সহ অতিথিবৃন্দ শিশুদের পোলিও খাইয়ে টীকাকরণ কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সিএমওএইচ ডাঃ জয়রাম হেমব্রম, ডিএমসিএইচও ডাঃ কেয়া চ্যাটার্জী, ডিপিএইচএনও করবী দাস, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানসুরা বেগম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাঃ চিরঞ্জিত ঘোষ, মেমারি পৌরসভার হেল্থ অফিসার ডাঃ তানভি আজমী, পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ গোলাম আহমেদ কিবরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সিএমওএইচ জানান উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে একজন করে চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্য কর্মীরা থাকবেন।
Leave a Reply