সত্য সাই সেবা সংস্থার পক্ষ থেকে চক্ষু ছানি শনাক্ত করা ও অপারেশন বিষয়ক শিবির।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- সত্য সাই সেবা সংস্থার পক্ষ থেকে আজ ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বীরভূম জেলা কলেশ্বর গ্ৰামে অনুষ্ঠিত হয় সম্পুর্ণ বিনামূল্যে চক্ষু ছানি শনাক্ত করা ও ছানি অপারেশন বিষয়ক শিবিরের।
মোট ৮৬ জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং ২৭ জন ব্যক্তির চোখের ছানি শনাক্ত করে ECG ও Blood Sugar টেষ্ট করা হয়। গ্ৰামের মধ্যে এই ধরনের উন্নত মানের পরিষেবা পেয়ে এলাকাবাসী অত্যন্ত খুশি৷ তাঁরা রীতিমতো সন্তোষ প্রকাশ করেন। পুরো বিষয়টি সংস্থার জেলা সভাপতি সব্যসাচী ব্যানার্জির তত্ত্বাবধানে আয়োজিত হয় বলে জানা গিয়েছে৷ তিনি এবিষয়ে জানান, আগামী সপ্তাহে এই রোগীদের ফেকো সার্জারির ব্যবস্থা করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *