সুকান্তপল্লীতে গ্রামবাসীদের অভিযানে পাঁচ ড্রাম চোলাই মদ উদ্ধার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুশমন্ডি ব্লকের সুকান্তপল্লীতে গ্রামবাসীদের উদ্যোগে মঙ্গলবার রাতে উদ্ধার হল পাঁচ ড্রাম চোলাই মদ। দীর্ঘদিন ধরে ওই এলাকার দুটি বাড়িতে গোপনে বেআইনি মদের ব্যবসা চলছিল বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কয়েকজন ব্যক্তি মদ্যপ অবস্থায় অশান্তি সৃষ্টি করলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বহুবার পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ না হওয়ায় গ্রামবাসীরাই শেষমেশ নিজেদের উদ্যোগে মদের কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পরে তারা উদ্ধারকৃত পাঁচ ড্রাম চোলাই মদ ভেঙে নষ্ট করে দেন।

গ্রামবাসী অপূর্ব রবিদাস বলেন, “বছরের পর বছর ধরে এখানে চোলাই মদের অবাধ ব্যবসা চলছে। বারবার নিষেধ করা সত্ত্বেও ব্যবসায়ীরা থামেনি। এর ফলে পাড়ার সামাজিক পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত মদের আড্ডা বসে। থানার কাছাকাছি এলাকায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপ নিয়ে এই ব্যবসা পুরোপুরি বন্ধ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *