পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক যুবক, গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষজন,শুক্রবার ঘটনাকে ঘিরে যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের শান্তিনগর কলোনিতে,ঘটনায় জানা যায় শান্তিনগর কলোনির শিব শীতলা মন্দিরে চুরি করতে আসে ওই যুবক, এরপর স্থানীয় মানুষজন হাতেনাতে ধরে ফেলে তাকে, রীতিমতো তাকে বেঁধে গণধোলাই দেওয়া হয়,খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে, স্থানীয়রা জানিয়েছেন এর আগেও চুরির ঘটনা ঘটে ওই মন্দিরে, এই যুবকের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
Leave a Reply