বামনগোলা-গাজোল ব্লকের যৌথ উদ্যোগে সফল নৌকা বাইচ ও সচেতনতা প্রচার।

নিজস্ব সংবাদদাতা, মালদা—– বামনগোলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা—-বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর উপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছোট-বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মত।
ঐতিহাসিক নৌকা বাইচ কে সাফল্যমন্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজোল ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বামনগোলা ব্লক এবং গাজোল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গন নদীর উপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এ বছরও বামনগোলা ব্যবসা সমিতির ব্যবস্থাপনায় মালদা জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে সকলের সামনে তুলে ধরলেন।
আজকে সবাই উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক আধিকারিক মনোজিৎ রায়, মালদা পরিষদের সদস্য অশোক সরকার, মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস, গাজোল পঞ্চায়েত সমিতি সদস্য দীপঙ্কর হালদার, নমামী গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ আরও অনেক বিশিষ্টগন।
এই বছর টাঙ্গন নদীকে দূষণমুক্ত জলজ জীববৈচিত্র্য রক্ষার জন্য মালদার গঙ্গা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিডিও মনোজিত রায় বলেন- কাপড় কাঁচা, মূর্তি বিসর্জন, পুজোর সামগ্রী , নদীর ধারে শৌচকর্ম,মাছ ধরার জন্য বিষ প্রয়োগ প্রভৃতির কারণে মালদা জেলায় গঙ্গা দূষণ বাড়ছে।আধুনিক কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এই বিশাল অববাহিকা অঞ্চলে শিল্প-কারখানায় যেমন উন্নত, তেমনি ব্যাপক এ অঞ্চলের কৃষি ব্যবস্থা। ফলে কলকারখানা থেকে যেমন আবর্জনা, রাসায়নিক নানা পদার্থের অবশেষ গঙ্গায় এসে পড়েছে। এর উপর মানুষ এবং জন্তু-জানোয়ারের বর্জ্য পদার্থ ও এসে মিশেছে গঙ্গার বুকে।ফলে গঙ্গাজল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *