পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়ার পারিট গ্রামে, স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার হঠাৎই বাড়ির ভিতর থেকে আগুন দেখতে পায় পরিবার-পরিজন, তৎক্ষণাৎ খবর দেয়া হয় কোলাঘাট থানার পুলিশকে এবং দমকলকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, পরিবার সূত্রে জানা গিয়েছে রান্না করতে গিয়েই এই বিপত্তি, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
Leave a Reply