জঙ্গিপুর হাসপাতালে সাংসদ তহবিল থেকে ৬ বডি মরচুয়ারী কেবিনেটের শুভ উদ্বোধন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মহাশয়ের সাংসদ উন্নয়ন তহবিল হইতে জঙ্গিপুর হাসপাতালের মর্গের সিক্স বডি মরচুয়ারী কেবিনেট টি এর আজ শুভ উদ্বোধন।

উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়,জঙ্গিপুর পুলিশ জেলার এসপি শ্রী অমিত কুমার সাউ আইপিএস, জঙ্গিপুর মহকুমা শাসক মাননীয়া একাম যে সিং আইএএস,জঙ্গিপুর পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয়,জঙ্গিপুর হাসপাতালের সুপার সহ অন্যান্য আধিকারিকগণ।। সফিউল ইসলাম রিপোর্ট।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *