ঐতিহ্যবাহী রায় চৌধুরী বাড়ির নবাব আমলের দুর্গাপূজাতে নিয়ম মেনে নবমীর সকালে হয়ে গেল কুমারী পুজো, উৎসবের আমেজ পরিবারে।

মালদা, নিজস্ব সংবাদাতা:- —:নবাব আমলের ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পুজো। এখনো নিয়ম এবং ঐতিহ্য মেনে ঘটা করে প্রতিপদ থেকে হয়ে আসছে মালদার চাঁচল ১ নং ব্লকের কলিগ্রামের রায়চৌধুরী বাড়ির পুজো। নবমীর সকালে নিয়ম মেনেই হল কুমারী পূজা। পরিবারের সকলে একত্রিত হয়েছে পূজা উপলক্ষে। রায়চৌধুরীর বাড়িতে এখন উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে আসছে দর্শনার্থীরাও। জানা গেছে একসময় এই পরিবারের সদস্য বদররাম রায়চৌধুরী বাংলার নবাব আলিবর্দি খানের খাজাঞ্চি ছিলেন। সেই সময় এলাকায় ভয়াবহ খড়া দেখা দেয়। কৃষকদের কাছ থেকে তিনি খাজনা আদায় করতে পারেননি। এর জন্য নবাব শাস্তি হিসেবে তাকে বাক্সবন্দী করে নদীতে ফেলে দেয়। কিছু সাধু আধমরা অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে ধীরে ধীরে ধীরে সুস্থ হলে সাধুরা বলেন মা দুর্গার আশীর্বাদে তিনি সুস্থ হয়েছেন। তারপর থেকেই চালু হয় পূজো। সেই নিয়ম মেনে এখনো পূজো হয়ে আসছে রায়চৌধুরী বাড়িতে। নবমীর দিন সকাল থেকেই শুরু হয়েছে পুজো। কুমারী পূজার পরে রয়েছে আরতি এবং যজ্ঞ। পরিবারের লোকের সঙ্গে এলাকার মানুষেরাও আসছেন পুজো দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *