কলকাতা, নিজস্ব সংবাদদাতা, সেপ্টেম্বর:- শারদ উৎসবের সূচনা লগ্নে ‘উই আর দা কমন পিপল’ সংগঠন ঐতিহ্য এবং মানবিক দায়িত্ব পালনের এক নজির গড়ল। প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যা ছন্দা দত্তগুপ্তের স্মৃতিকে উৎসর্গ করে কলকাতার বারোটি ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটিকে “Chhanda Duttagupta Award for Excellence in Festive Heritage & Social Commitment” প্রদান করা হলো।
যে সকল পুজো কমিটি এই সম্মান লাভ করেছে, তারা হলো: নলিনী সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব, কাশীবোস লেন দুর্গোৎসব কমিটি, কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি, কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি, দুর্বার মহিলা দুর্গোৎসব কমিটি, পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ, বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী, সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি, কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি, জগৎ মুখার্জি পার্ক সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী এবং মণিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গোৎসব কমিটি।
বিশেষভাবে উল্লেখযোগ্য, সোনাগাছির দুর্গোৎসব কমিটি তাদের সামাজিক মর্যাদার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে ‘নারী শক্তির সম্মাননা’।
এই দিনে ৫০ জন ইটভাটা শ্রমিকের সন্তানকে নতুন পোশাক উপহার দিয়ে তাদের জন্য এক আনন্দময় পুজো পরিক্রমার ব্যবস্থা করা হয়। সংগঠনের সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত বলেন, “দুর্গাপূজাকে আমরা সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে দেখতে চাই। ঐতিহ্যকে রক্ষা করা এবং পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে উৎসবের খুশি ভাগ করে নেওয়াই আমাদের মূল সংকল্প।”
Leave a Reply