মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – মালদায় অনুষ্ঠিত হলো দশেরার।মালদা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে বিকেল থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়তে থাকে দশেরা উৎসব দেখতে। অশুভ শক্তির প্রতীক রাবণ বধের সাক্ষী হলেন কয়েক হাজার মানুষ। রাম রূপে জীতেন্দ্র জৈন এবং লক্ষণ রূপে শোভন সাহা। রাম লক্ষণ রাবণকে বধ করেন। রাবণ বধের পাশাপাশি ছিল আতশবাজির প্রদর্শনী। দীর্ঘ সময় ধরে চলে রঙিন রকমারি বাজির প্রদর্শনী। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিকাল থেকেই বহু মানুষ এসে হাজির হন স্টেডিয়ামে। মালদা দশেরার উদ্যোক্তা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। কালিতলা ক্লাবের উদ্যোগে এবার মালদার দশেরা উৎসব ২৮ বছরে পড়ল।
মালদায় জমকালো দশেরা: রাবণ বধে উপচে পড়ল দর্শকের ভিড়।

Leave a Reply